Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক) কৃষি মন্ত্রণালয়ের রেজিষ্ট্রেশন প্রাপ্ত বীজ ডিলারগণের আবেদনের প্রেক্ষিতে বর্তমানে  ধান, পাট, গম ,আলু ,মেস্তা ও                                           

     কেনাফ বীজ ফসলের বীজ প্রত্যয়ন সেবা প্রদান করা হয়।    

খ) সরকারী / বেসরকারী খাতে বীজ উৎপাদনকারীগনকে ব্রিডার, ভিত্তি ও প্রত্যায়িত শ্রেণীর বীজের ক্ষেত্রে বীজ প্রত্যয়ন              

    সেবা প্রদান করা হয়। বীজ  প্রত্যয়নের আবেদন দাখিলের সময় বীজ ফসলের জাত/শ্রেনী/কম্প্যাক্ট অবস্থান অনুযায়ী           

    200 টাকা হারে আবেদন ফি জমা দিতে হয়। ট্রেজারী চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে ফি জমা দেওয়ার কোডঃ   

    1-4338-0000-2017.

গ) বীজ উৎপাদনকারীগণকে বীজ উৎপাদন , প্রক্রিয়াজাতকরণ ও মাননিয়ন্ত্রনের কারিগরী পরামর্শ সেবা প্রদান করা হয়।  

 

 

ঘ) বীজ সংশ্লিষ্ট সকলকে বীজ আইন ও বীজ প্রযুক্তিগত প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়ে থাকে।

ঙ) মাঠ প্রত্যয়নকৃত বীজের ক্ষেত্রে লট অফারের ভিত্তিতে নমুনা সংগ্রহ করা হয় এবং ল্যাবরেটরী পরীক্ষার ফলাফল 

    মোতাবেক প্রত্যয়ন কার্ড / ট্যাগ সরবরাহ করা হয়। প্রতিটি প্রত্যয়ন কার্ডের মূল্য= 0.20 টাকা (কুড়ি পয়সা)মাত্র।    

    ট্রেজারী চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার কোডঃ 1-4338-0000-2681.

চ) টিএলএস শ্রেণীর বীজের ক্ষেত্রে মার্কেট থেকে নমুনা সংগ্রহ  পূর্বক বীজ পরীক্ষার মাধ্যমে ঘোষিত মান যাচাই  

    করা হয়।

ছ) মার্কেট মনিটরিং- এর মাধ্যমে বীজের মান নিয়ন্ত্রন করা হয়।

জ) জাতীয় বীজ নীতি, বীজ আইন , বীজ অধ্যাদেশ ,বীজ বিধির আলোকে এবং জাতীয় বীজ বোর্ডের নির্দেশনা

    মোতাবেক মানসম্মত বীজ উৎপাদন , সংরক্ষণ ও বিপণনে কৃষকসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সেবা প্রদান   

    করা হয়ে থাকে।

ঝ) আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে মিনি বীজ পরীক্ষাগারে বীজের নমুনা পরীক্ষা (অঙ্কুরোদগম, বিশুদ্ধতা ও আর্দ্রতা)

    করা হয়। বীজ পরীক্ষণ ফিঃ নমুনা প্রতি অঙ্কুরোদগম পরীক্ষা = 20 টাকা , বিশুদ্ধতা পরীক্ষা = 20 টাকা এবং

    আর্দ্রতা পরীক্ষা = 20 টাকা। ট্রেজারী চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে ফি জমা দেওয়ার কোডঃ 1-4338-0000-

    2017.

      [[                  

ঞ) বীজ অধ্যাদেশ , বীজ আইন ও বীজ বিধিমালার অধীনে প্রকৃত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গৃহীত হয়ে

     থাকে।

ট) বীজ ডিলার নিবন্ধন ও নবায়ন সম্পর্কিত পরামর্শ ও সহযোগীতা প্রদান করা হয়।

ঠ) আমদানীকৃত/রপ্তানীকৃত বীজের ক্ষেত্রে বিধি মোতাবেক বীজ প্রত্যয়ন ও মান নিয়ন্ত্রন সেবা প্রদান করা হয়।

ড) চাষী পর্যায়ে বীজ উৎপাদন, সংরক্ষন ও মাননিয়ন্ত্রনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।