Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চুক্তিসমূহ

এপিএ-এর চুক্তিনামার বিষয়সমূহঃ

সংস্থার কৌশলগত উদ্দেশ্যসমূহঃ

(ক) মানসম্পন্ন বীজের সহজলভ্যতা ও সরবরাহ বৃদ্ধি।

(খ) ফসলখাতে উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি।

(গ) বীজ উদ্যেক্তা সৃজন।

(ঘ) কর্মস্যবস্থাপনায় পেশাদারিত্বের উন্নয়ন।

 

আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহঃ

(ক) দক্ষতার সাথে বার্ষিক কর্ম সম্পাদন সমঝোতা স্মারক বাস্তবায়ন।

(খ) দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন।

(গ) তথ্য অধিকার ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশ বাস্তবায়ন।

(ঘ) কার্যপদ্ধতি ও  সেবার মান উন্নয়ন।

(ঙ) কর্মপরিবেশ উন্নয়ন।

(চ) আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন।

 

কার্যাবলীঃ

(ক)বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং মান নিয়ন্ত্রণ সম্পর্কে বীজ উৎপাদকদের পরামর্শ প্রদান।

(খ) পরিদর্শন ও বীজ পরীক্ষার মাধ্যমে উৎপাদিত ও বাজারজাতকৃত বীজের মান নিয়ন্ত্রনের দায়িত্ব পালন।

(গ) জাতীয় বীজ বোর্ডের ব্যবহারের জন্য বীজ  উৎপাদন,প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণ বিষয়ক ডাটা ও তথ্য সংগ্রহ করা।

(ঘ) নিয়ন্ত্রিত ফসলের মৌল,ভিত্তি ও প্রত্যায়িত শ্রেনীর বীজ প্রত্যয়ন করা।

(ঙ) সম্পদের প্রতুলতা সাপেক্ষে বীজ কোম্পানী/ প্রতিষ্ঠানকে বীজ প্রত্যয়ন সেবা প্রদান।

(চ) মানঘোষিত বীজের নমুনা সংগ্রহ করা এবং যথাযথ পরীক্ষার মাধ্যমে ঘোষিতমান যাচাই করা।

(ছ) কৃষক পর্যায়ে উন্নত বীজ ব্যবহার ও বর্ধন কাজে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সহায়তা করা।

(জ) মানঘোষিত বীজের নমুনা সংগ্রহ করা এবং যথাযথ পরীক্ষার মাধ্যমে ঘোষিতমান যাচাই করা ।

(ঝ) বীজ আইন, অধ্যাদেশ ও বিধিমালার বিধানসমূহ প্রয়োগ করা এবং অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।