বীজ প্রত্যয়ন এজেন্সী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বীজের প্রত্যয়নকারী এবং মান নিয়ন্ত্রনকারী একমাত্র সরকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সরকারের বিসিএস (কৃষি) ক্যাডারভুক্ত কর্মকর্তাগণের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি। আর সেই কৃষি উৎপাদন বৃদ্ধির অন্যতম উপকরণ হচ্ছে উন্নত জাতের মানসম্পন্ন বীজ । মানসম্পন্ন বীজের মাধ্যমে প্রায় 20% কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এই প্রেক্ষিতে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষ্যে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় 1974 সালের 22 জানুয়ারি বীজ প্রত্যয়ন এজেন্সী প্রতিষ্ঠা লাভ করে। সৃষ্টি লগ্নে সারাদেশে 29টি এলাকায় কাজ শুরু করলেও সময়ের চাহিদা অনুযায়ী উত্তরোত্তর দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির স্বার্থে বর্তমানে 64টি জেলাতেই বীজ প্রত্যয়ন এজেন্সীর কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাগুরা জেলাতে সরকারী প্রতিষ্ঠান বিনা উপকেন্দ্র এবং বিএডিসি’র পাশাপাশি বহু বেসরকারী প্রতিষ্ঠান বীজ উৎপাদন কার্যক্রমের সাথে সমপৃক্ত আছে। বীজের প্রত্যয়ন ও মাননিয়ন্ত্রনের মাধ্যমে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলা বীজ প্রত্যয়ন অফিস ,মাগুরার পক্ষ থেকে সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS