Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক) কৃষি মন্ত্রণালয়ের রেজিষ্ট্রেশন প্রাপ্ত বীজ ডিলারগণের আবেদনের প্রেক্ষিতে বর্তমানে  ধান, পাট, গম ,আলু ,মেস্তা ও কেনাফ বীজ ফসলের বীজ প্রত্যয়ন সেবা প্রদান করা হয়।    

খ) সরকারী / বেসরকারী খাতে বীজ উৎপাদনকারীগনকে ব্রিডার, ভিত্তি ও প্রত্যায়িত শ্রেণীর বীজের ক্ষেত্রে বীজ প্রত্যয়ন              

    সেবা প্রদান করা হয়। বীজ  প্রত্যয়নের আবেদন দাখিলের সময় বীজ ফসলের জাত/শ্রেনী/কম্প্যাক্ট অবস্থান অনুযায়ী           

    ২০০/- (দুইশত) টাকা হারে আবেদন ফি জমা দিতে হয়। অনলাইন এ-চালান বা অমোটেড চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার কোডঃ ১৪২২৩২১

গ) বীজ উৎপাদনকারীগণকে বীজ উৎপাদন , প্রক্রিয়াজাতকরণ ও মাননিয়ন্ত্রনের কারিগরী পরামর্শ সেবা প্রদান করা হয়।  

ঘ) বীজ সংশ্লিষ্ট সকলকে বীজ আইন ও বীজ প্রযুক্তিগত প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়ে থাকে।

ঙ) মাঠ প্রত্যয়নকৃত বীজের ক্ষেত্রে লট অফারের ভিত্তিতে নমুনা সংগ্রহ করা হয় এবং ল্যাবরেটরী পরীক্ষার ফলাফল 

    মোতাবেক প্রত্যয়ন কার্ড / ট্যাগ সরবরাহ করা হয়। প্রতিটি প্রত্যয়ন কার্ডের মূল্য= ০২ টাকা (দুই) টাকা মাত্র।    

    অনলাইন এ-চালান বা অমোটেড চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার কোডঃ ১৪২২৩২১

চ) টিএলএস শ্রেণীর বীজের ক্ষেত্রে মার্কেট থেকে নমুনা সংগ্রহ  পূর্বক বীজ পরীক্ষার মাধ্যমে ঘোষিত মান যাচাই  

    করা হয়।

ছ) মার্কেট মনিটরিং- এর মাধ্যমে বীজের মান নিয়ন্ত্রন করা হয়।

জ) জাতীয় বীজ নীতি, বীজ আইন , বীজ অধ্যাদেশ ,বীজ বিধির আলোকে এবং জাতীয় বীজ বোর্ডের নির্দেশনা

    মোতাবেক মানসম্মত বীজ উৎপাদন , সংরক্ষণ ও বিপণনে কৃষকসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সেবা প্রদান   

    করা হয়ে থাকে।

ঝ) আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে মিনি বীজ পরীক্ষাগারে বীজের নমুনা পরীক্ষা (অঙ্কুরোদগম, বিশুদ্ধতা ও আর্দ্রতা)

    করা হয়। বীজ পরীক্ষণ ফিঃ নমুনা প্রতি অঙ্কুরোদগম পরীক্ষা = ৫০ টাকা , বিশুদ্ধতা পরীক্ষা = ২৫ টাকা এবং

    আর্দ্রতা পরীক্ষা = ২৫ টাকা। 

অনলাইন এ-চালান বা অমোটেড চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার কোডঃ  ১৪২২৩২৯             

ঞ) বীজ অধ্যাদেশ , বীজ আইন ও বীজ বিধিমালার অধীনে প্রকৃত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গৃহীত হয়ে

     থাকে।

ট) বীজ ডিলার নিবন্ধন ও নবায়ন সম্পর্কিত পরামর্শ ও সহযোগীতা প্রদান করা হয়।

ঠ) আমদানীকৃত/রপ্তানীকৃত বীজের ক্ষেত্রে বিধি মোতাবেক বীজ প্রত্যয়ন ও মান নিয়ন্ত্রন সেবা প্রদান করা হয়।

ড) চাষী পর্যায়ে বীজ উৎপাদন, সংরক্ষন ও মাননিয়ন্ত্রনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।